LED বাল্বে কম বিদ্যুত ব্যবহার করে বেশি আলো হয় কেন?

LED বাল্বে কম বিদ্যুত ব্যবহার করে বেশি আলো হয় কেন?
বিভাগ: 

1 টি উত্তর

সাধারণ বৈদ্যুতিক বাল্বে আলোর পাশাপাশি প্রচুর তাপ উৎপন্ন হয় যার ফলে বিদ্যুতের একটি বড় অংশ তাপে পরিণত হয়ে অপচয় ঘটায়। কিন্তু এলইডিতে পরমানুর ইলেক্ট্রনের একটি বিশেষ বৈশিষ্ট্য কাজে লাগানো হয়। এর ফলে বিদ্যুৎশক্তি কেবলমাত্র অলোক শক্তিতে পরিণত হয়। যেহেতু তাপ উৎপন্ন হয় না এবং হলেও তা অতি নগন্য সেহেতু বিদ্যূতের অপচয় খুবই কম ঘটে। একারনে একই পরিমান শক্তি ব্যয়ে এলইডিতে সাধারণ বৈদ্যূতিক বাতির চেয়ে অনেক বেশি আলো পাওয়া যায়। সূত্র : ইনটারনেটে

সাম্প্রতিক প্রশ্নসমূহ