PIV কি?
 (26726 পয়েন্ট)

জিজ্ঞাসার সময়

1 Answer

 (26726 পয়েন্ট) 

উত্তরের সময় 

PIV-এর সম্পূর্ণ অর্থ হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। কোন ডায়োডকে রিভার্স বায়সে রাখা হলে এর অ্যানোড নেগেটিভ এবং ক্যাথোড পজেটিভ হয়। দেখা গেছে , অ্যানোডের নেগেটিভ ভোল্টেজ আস্তে আস্তে বাড়ানো হলে একটি সময় আসে যখন এর নেগেটিভ কারেন্ট প্রচন্ড পরিমানে বেড়ে যায়। ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ডায়োডটি খুব বেশী গরম হয়ে নষ্ট হয়ে যায়। তাই সমস্ত ডায়োডের ক্ষেত্রে এর অ্যানোডে সর্বোচ্চ কত নেগেটিভ ভোল্টেজ দেওয়া যেতে পারে তার সীমা বেধে দেওয়া থাকে। এই সর্বোচ্চ সীমার নামই হলো PIV। কোন ডায়োডের PIV- এর যা মান দেওয়া থাকে তার বেশী নেগেটিভ ভোল্টেজ এতে দিলেই এটা নষ্ট হয়ে যাবে। যেমনঃ ডায়োড IN 4002-এর PIV হচ্ছে 100 ভোল্ট। এখানে I- এর অর্থ, ঐ ডয়োডের অ্যানোডে যদি 10**ভোল্টের বেশী নেগেটিভ ভোল্ট দেওয়া যায় তবে ডায়োডটি নষ্ট হয়ে যাবে। সুতরাং কোন সার্কিটে ডায়োড ব্যবহারের করার আগে তার PIV-এর মান জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় টপিকসমূহ

Loading...