আপনি বেশি আবেগে পড়ে গেছে,এবার একটি বিবকে পড়েন,পড়ে স্ববেগে! বেশি ভালোবাসা ভালো না,কম ভালোবাসা ভালো! আপনি তার মত করে তাকে ভালোবাসুন,আপনার মতো করে ভালোবাসলেতো পাগল হবেনই! বন্ধুর প্রতি টান থাকা এটা দোষের কিছু না তবে অতিরিক্ত সব জিনিসই খারাপ! নিজেকে কন্ট্রোল করে চলুন!মনটাকে অন্য ভালো কাজে লাগান,বিনোদন মূলক কিছু দেখুন! নামাজ পড়ুন কারণ নামাজ সব রোগের ঔষধ! পানির উপর পানি দিয়ে পানি লেখা যেমন কঠিন,বন্ধত্বটা ধরে রাখাটাও তেমন কঠিন!