শিখতে পেরেছি, কিভাবে মানুষের সাথে মিশে
কথা বলা যায়, সমস্যার সমাধান করা যায়, সবচেয়ে
ভালো পেয়েছি যেটা মানুষের সুন্দর অনুভুতি।
যখন কারো সমস্যা সমাধানের পর বলে, ভাই
, অনেক ধন্যবাদ/খুব উপকৃত হলাম তখন যেন
নিজেকে খুব সুখী মানুষ লাগে। মানুষের উপকারেউপকারে
যে মনের সঠিক শান্তুি সেটাই শিখতে পেরেছি
খুব ভালো ভাবে।