আমি একটা পদে চাকুরি করি।ঐ পদে আমার সহকর্মী যারা আছে তাদেরকে যে বেতন দেয় আমাকে তার থেকে কম দেয়।আমাকে তাদের সমপরিমাণ বেতন দেওয়ার জন্য একটা দরখাস্ত লেখতে চাই।কি ভাবে লিখব?
আমি একটা পদে চাকুরি করি।ঐ পদে আমার সহকর্মী যারা আছে তাদেরকে যে বেতন দেয় আমাকে তার থেকে কম দেয়।আমাকে তাদের সমপরিমাণ বেতন দেওয়ার জন্য একটা দরখাস্ত লেখতে চাই।কি ভাবে লিখব?
দরখাস্থ না লিখে আগে মৌখিক ভাবে কর্তৃপক্ষের সাথে আলোচনা করুন। আপনি আসলে বঞ্চিত হচ্ছেন নাকি কোন আইনগত বা প্রতিষ্ঠানগত বিবিধ নিষেধ থাকতে পারে। কোথাও চাকুরী করলে শুধু শুধু দরখাস্ত লেখালেখি ভালো না। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করলে ভালো হয়।