Bissoy Answers মোবাইল অ্যাপ [v1.0.6 Bug Tracker]
এই থ্রেড-এ Bissoy Answers অ্যাপ ব্যবহার করতে গিয়ে কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন তা জানান, আমরা শিঘ্রই সেগুলোর সমাধান করার চেষ্টা করবো। জানা ইস্যুর বাইরের সমস্যা রিপোর্ট করুন, রিপোর্টে আপনার ফোনের মডেল এবং অ্যান্ড্রয়েড ভার্সন উল্লেখ করুন, সম্ভব হলে স্ক্রিনশট যুক্ত করুন।
বর্তমান ভার্সনে সমাধান করা হয়েছে যে সমস্যাগুলো-
- বড় স্ক্রিনে স্প্লাশ স্ক্রিনের নিচে সাদা বার
- প্রশ্নের ইনপুট বক্সে বড় প্রশ্নের টেক্সট অদৃশ্য হয়ে যায়
- উত্তর দেয়ার বক্স স্ক্রোল করা যায়না
- পাসওয়ার্ড রিসেট করার অপশন নেই
- নোটিফিকেশন আসেনা
জানা ইস্যু-
- উত্তরে ছবি যুক্ত হচ্ছেনা
- প্রশ্নের আপভোট কাউন্টার ভুল দেখায়
- গিফট মুল্য ভুল দেখানো হচ্ছে
- কল করার অপশন নেই
- রিচার্জ করা/উত্তোলন করার অপশন নেই
সবুজ = সমধান করা হয়েছে, পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে
লাল = এখনো পেন্ডিং রয়েছে
বিঃদ্রঃ এই প্রশ্নে একাধিক উত্তর দিতে পারবেন।
মন্তব্য সমূহ

apnar phone model, android version ta janan

নোটিফিকেশন আসছে না

কোন পোস্ট করা যাচ্ছে না তবে কমেন্ট করা যায়

বিস্ময় এপ্স থেকে উত্তরে ছবি ছবি এড করা যাচ্ছেনা। একটি উত্তরে ছবি এড করার চেষ্টাকালে যে সমস্যা হলোঃ এপ্স থেকে সরাসরি বের হয়ে ফোনের হোম পেজে চলে আসে।
ফোনের ব্রান্ডঃ রিয়েলমি।
মডেলঃ RMX-2185
ভার্সনঃ UI.0
এন্ড্রয়েড ভার্সনঃ 10
- ☞ এপ্স থেকে ইডিটরগণ কোন কিছু সম্পাদনা করতে পারছে না।
- ☞ আমার ফলোয়ার কে বা আমি কাকে ফলো করছি তা শো হচ্ছেনা।
- ☞ কোন বিভাগ ক্রিয়েট করা বা তা শো হচ্ছেনা।
মন্তব্য সমূহ

বারে বারে অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে আবার অটোমেটিক অপেন হচ্ছে

একই সমস্যা আমারো।

7 মার্চ আপডেট এপ্স এর সমস্যা।
- উত্তর বক্সে লম্বা লেখার উত্তর লেখার সময় উত্তরে(স্ক্রোল করে) শুরুর অংশে আশা যায় যাচ্ছে না।
- উত্তর টাইপিং স্পিড কম যা ব্রাউজের মত হচ্ছে না।
- প্রশ্নে বিভাগ এড করার অপশন নাই। তবে পুরাতন প্রশ্নে বিভাগ এড করা বা পরিবর্তন করা যায় কিন্তু নতুন যে প্রশ্ন গুলো করা হচ্ছে সেগুলোর বিভাগ পরিবর্তন করার অপশন নাই
- উত্তর বক্সে উত্তর লেখার পর উত্তর সেভ করলে ফাইল্ড দেখায় কিন্তু ব্যাক করে ফিরে এসে দেখি উত্তর সেভ হয়ে গেছে ( নিম্নে পিকে দেখুন )
মোবাইল স্যামসাং জে ২ প্রো ২০১৬

- প্রোফাইল ইডিট করা যাচ্ছেনা।
- প্রোফাইলে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান ও জবের প্রতিষ্ঠান যুক্ত করা যাচ্ছেনা।
- আগে উত্তরে ছক তৈরি করে উত্তর দেওয়া যেত, এখন নেই।
মন্তব্য সমূহ

আপনার সমস্যা গুলো অ্যাপ রিলেটেড মনে হচ্ছেনা, এই প্রশ্নটি শুধু অ্যাপের সমস্যা গুলোর জন্য প্রযোজ্য।

ফোন থেকে বেড় করে দিচ্ছে এবং পুনরায় অটোমেটিক অ্যাপে ঢুকছে। ফোরজি ইন্টারনেট পেলে কোন সমস্যা হয়না। ত্রিজিতে সমস্যা হচ্ছে।
[ স্যামসাং এম ১১ ফোন ]

Apps টি ডাউনলোড করেছিলাম পরে পর্যাপ্ত নেটওয়ার্ক থাকার পরেও কোনো কাজ করে নাই তাই Uninstall করে দিয়েছি।
মন্তব্য সমূহ

কি কাজ করে নাই বুঝিয়ে বলুন।

আজ হঠাৎ এমনটা দেখাচ্ছে (স্ক্রিনশট_দেখুন)
প্রশ্নের শিরোনাম:
বিস্তারিত: অপশন আছে কিন্তু প্রশ্ন করুন ক্লিক করার অপশন নাই, সমাধান কি.?
হঠাৎ করে ফোন থেকে বের করে দিচ্ছে ।