ফ্রি ফায়ারে ফ্রিতে কোনভাবেই ডায়মন্ড পাবেন না ।
বড়ংচ আপনাকে নিজের কস্টার্জিত টাকা দিয়ে ডায়মন্ড কিনতে হবে ।
আর এই গেইমস এ টাকা ইনভেস্ট করলে আপনার কোন আয় হবেনা ।
এর থেকে পিসিতে Grand Theft Auto খেলুন বন্দুক ও টাকা আপনার থাকবে ।
আপনাকে শুধু খেলতে হবে কস্টার্জিত টাকা নষ্ট হবেনা ।
আর আপনি ইউটিউব ও বিভিন্ন ওয়েব সাইট ফ্রি ডায়মন্ড নেওয়ার অনেক উপায় পাবেন যার সবগুলো ভূয়া যারা এসব দেখায় তারা ফ্রি ফায়ার এর মুড ভার্ষনে দেখায় ফ্রি ডায়মন্ড নিতে ।
অনলাইন গেইমস হ্যাক করা যায়না,সার্ভার স্ট্রং অনেক তাই যে যতই আকর্ষনীয় উপায় দেখাক না কেন সব ভূয়া ।
এক কথায় উত্তর হচ্ছে অসম্ভব ফ্রি ফায়ার সময়ে সময়ে বিভিন্ন ইভেন্ট দেয়া হয়, কিন্তু ফ্রি ডায়মন্ড পাওয়ার কোনো ইভেন্ট দেয়া হয় না। প্রথম দিকে (সিজন ১/২) তে ভিডিও এড দেখলে ১০/২০ টার মত ডায়মন্ড পাওয়া যেত, বর্তমানে সেটা নেই। ২ ভাবে ডায়মন্ড পেতে পারেন। ১.Top up করতে হবে। মানে টাকা খরচ করে ডায়মন্ড কিন্তে পারবেন ২.আর বিভিন্ন পপুলার ইউটিউবার রা ডায়মন্ড গিবওয়ে করে সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন, ভাগ্য ভাল থাক্লে পেয়ে যাবেন
ফ্রী ডায়মন্ড পাওয়ার 6 টি লিগেল উপায় নিচে লিখব। 6 টি পদ্ধতি ব্যবহার করে আপনি কিছু সময় দিয়ে ফ্রী ডায়মন্ড পেতে পারেন। তবে এমন কোন পদ্ধতি বা উপায় নেই যার মাধ্যমে আপনি একেবারে কোন কষ্ট ছাড়া ফ্রী ডায়মন্ড পাবেন। অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। আর কষ্টের বিনিময় ফ্রী ডায়মন্ড পাবেন।
তবে একজন ফ্রী ফায়ার প্লেয়ার এর উচিত নয় গেম হ্যাক অথবা ইল্লিগ্যাল' মেথড ব্যবহার করে ফ্রী ডায়মন্ড পাওয়া। এগুলা অবলম্বন করলে ইউজার আইডি হারাতে পারেন । আর মোটেই ইউটিউব ভিডিও দেখে সহজে হাজার হাজার ডায়মন্ড ফ্রী ফ্রি পেয়ে যাবেন ভাববেন না।
আসলে বলতে গেলে, ফ্রি ফায়ার গেম এ ফ্রি তে কোনো ডায়মন্ড পাওয়া যাবে না। ফ্রি ফায়ার গেম মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্ট দেয়, কিন্তু ফ্রি ডায়মন্ড পাওয়া যায় এমন কোনো ইভেন্ট দেয় না। প্রথম দিকে (সিজন ১/২) তে ভিডিও এড দেখলে ১০/২০ টার মত ডায়মন্ড পাওয়া যেত, বর্তমানে সেটা নেই।
২ ভাবে ডায়মন্ড পাওয়া যেতে পারে।
১.Top up করে। মানে নিজের টাকা খরচ করে ডায়মন্ড কিনতে পারবেন
২.আর বিভিন্ন পপুলার ইউটিউবার রা ডায়মন্ড গিবওয়ে করে সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন, ভাগ্য ভাল থাক্লে পেয়ে যাবেন। তবে অনেক সময় ইউটিউবরা তাদের ভিউ বাড়ানোর জন্য মিথ্যা ভিডিও দিয়ে থাকেন,যা দিয়ে আপনি একেবারে ই ডায়মন্ড পাবেন না।
ধন্যবাদ
আপনি গুগল প্লে স্টোর থেকে Garena এর অরিজিনাল booyah অ্যাপটি ডাউনলোড করতে পারেন। মাঝে মাঝে ফ্রী ফায়ার কিছু ইভেন্ট দেয়। সে সময় আপনি booyah অ্যাপে তাদের নির্দিষ্ট কিছু ভিডিও দেখে ডায়মণ্ড জিততে পারেন। তাছাড়াও আপনি এই অ্যাপে ভিডিও দেখে ফ্রী ফায়ার গেমসের আরো বিভিন্ন কিছু জিততে পারেন। যেমন ড্রেস,টোকেন ইত্যাদি।
ভাইয়া আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো আপনি যতই ইউটিউব ও ওয়েবসাইটে ঘুরেন না কেন আপনি ফ্রি ডাইমন টপ আপ করতে পারবেন না আপনাকে ডাইমন কিনতে হবে আর হ্যা আপনি ভালো ফ্রি ফায়ার খেলেও ডাইমন টপ আপ করতে পারবেন না এই ডাইমন বিকাশ থেকে প্রমেনট করেও নিতে পারবেন। আশাকরি বুঝতে পারছেন।
ফ্রীতে ডায়মন্ড পাওয়ার কোন রাস্তা নেই।ডায়মন্ড নিতে হলে আপনাকে টাকা দিয়ে সেটা কিনতে হবে।নেটে বা বিভিন্ন ভিডিওতে যে হ্যাক করে ডায়মন্ড নেওয়ার ট্রিকস দেখানো হয় সেটা বেশির ভাগ সময়ই কাজ করে না আর ২/১ টা করলেও সেটা অবৈধ।হ্যাক করে ডায়মন্ড নিলে তা ২/১ দিনের বেশি টিকে না।এমনকি এসব (হ্যাক) করলে আপনার ফোন সহ আইডি ব্যান হওয়ার সম্ভবনা আছে।
ফ্রী ফায়ার এ ফ্রিতে কোন প্রকার ডায়মন্ড পাওয়া যায় না, আপনি কোডা শপ থেকে টপআপ করে ডায়মন্ড পেতে পারেন।
ফ্রিতে ডায়মন্ড পাওয়া যায় এ কথা ভুল। ডায়মন্ড টপ আপ করতে হয়।
আপনি কোনভাবেই ফ্রি ফায়ারে ফ্রীতে ডায়মন্ড পাবেন না। আপনাকে কষ্ট করে খেলেই তা অর্জন করতে হবে। আপনি ইউটিউবে প্রচুর ভিডিও দেখবেন এই বিষয়ে, কিন্তু তা ফলো করার পরও আপনি ফ্রীতে ডায়মন্ড পাওয়ার মন্ত্র পাবেন না। কেননা এসব Thumbnail এর ভিডিও শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য করা হয়। ধন্যবাদ।