সাধারন সম্পাদক : সাধারন সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সভাপতির পরামর্শক্রমে সংগঠনের সভা আহ্বান করেন। তিনি প্রয়োজনবোধে অন্যান্য কর্মকর্তার ওপর বিভিন্ন দায়িত্ব অর্পন করেন এবং তাদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করেন। সংগঠনের দৈনন্দিন কার্যকলাপের জন্যে দায়ি থাকেন। প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলীর রিপোর্ট পেশ করেন।
দিয়েছেন | উপহার | সংখ্যা | অর্থ |
---|---|---|---|
Ariful | চকলেট | 1 | 3 টাকা |
একেবারে সহজ ভাবে বলতে গেলে,সাধারন সম্পাদক হলো সংগঠনের অতিরিক্ত বা ভারপ্রাপ্ত সভাপতি।সাধারণ সম্পাদকের কাজ হলো,সংগঠনের প্রত্যেক স্তরের কার্যক্রম যাথাযথ বাস্তবায়ন ও সেটা পরিচালনা করা এবং সেটা সভাপতিকে অবহিত করা।
তিনি অতিরিক্ত বা ভারপ্রাপ্ত সভাপতি।