খালেদা জিয়ার বিদ্যালয়জীবন আরম্ভ হয় পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। তিনি এই স্কুল থেকেই অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হন।
এর পর এসএসসি তে একবার ফেল করার পর খালেদা জিয়া ২য় বার আর ওই কষ্টের পথে পা বাড়ান নি।
বিশস্ত তথ্যসূত্র উইকিপিডিয়াতে এই বিষয়ে তেমন কিছুই নেই ।
শুধু এতটুকু লেখা - ১৯১৯ সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে মেট্রিক পাস করেন ও পরে চা ব্যবসায়ে জড়িত হন।
তারপর ও বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে এই তথ্য গুলো পেয়েছি ।