Bissoy Answers এর কোন বিষয়টি আপনার কাছে সবচাইতে বেশী ভালো লাগে?
50 টি উত্তর
সদস্যদের বিভিন্ন কার্যক্রমের জন্য যে ব্যাজ প্রদান করা হয় এবং সদস্যের ধরন পরিবর্তন করা হয় এটা ভালো লাগে।
সকল সদস্যের উত্তর দিতে পারার বিষয়টি
Personal profile ভাল লাগে আর আপনাদের ওয়েব ডিজাইনটা খুব সুন্দর \
আমার মতে প্রতি মাসে টপ গুরুদের প্রদর্শন করার ব্যাপারটি খুব ভাল লাগে বার বার ঐ টা গুরে আসি কে কে টপ গুরুর মধ্যে আছে।। খুব মজা করে চালাই ওয়েব সাইট এর সব কিছুই।।
সবাই খুব সুষ্ঠু নীতিমালায় আবদ্ধ। এই ব্যাপারটাকে ভালো লাগার দিক থেকে সবার আগে রাখবো!
মোটামুটি সবাই উত্তর দেয়ার ব্যাপারে আন্তরিক।
এখানে কোন অহেতুক বা খারাপ প্রশ্ন গ্রহন করা হয় না শুধু মানসম্মত প্রশ্ন গ্রহন করা হয় এবং পয়েন্ট দেয়ার বিষয়টি খুব ভাল লাগে।
সবচাইতে ভালো লাগে প্রশ্নের উত্তর দিতে।
তাদের নিয়মনীতি এবং ব্যাজ প্রদানগুলো আমার ভালো লাগে।
সবচাইতে ভালোলাগে যখন কোনো প্রশ্ন জানার আগ্রহ প্রকাশ করি তখন প্রশ্ন করে সেই প্রশ্নর উত্তর ইমেইলের মাধ্যমে পেয়ে যাই।