Share

3 টি উত্তর

নখে নখ পালিশ লাগানো বৈধ। তবে উযু-গোসলের আগে তা তুলে ফেলতে হবে। নচেৎ উযু গোসল শুদ্ধ হবে না। অবশ্য যে রঙ পানি আটকায় না, সে (আলতা বা মেহেন্দি জাতীয়) রঙ ব্যবহার করা যায়।
নখে নখ পালিশ লাগানো বৈধ নয়।
নখে নিল ফালিশ লাগাতে পারেন তবে সেটা সীমিত সময়ের জন্য ইসলাম র্ধম অনুযায়ী নীল পালিশ লাগালে অযু হবে না!অযু করার আগে অবশ্যয় তুলে ফেলতে হবে!যদি আপনি নীল পালিশ আবস্থায় অযু করে ইবাদাত করেন কোন ইবাদাত হবে না,ইসলাম র্ধমে নিল পালিল নিষিদ্ধ,সেটা কোন মুসলিম নারী ব্যাবহার করাটা টিক না!না করাটা উত্তম!

সাম্প্রতিক প্রশ্নসমূহ