আমার বুক ধরফর করতো। এই সমস্যা টা ২০১৮ তে শুরু হয়েছিল।তখন আমার শরীর নিয়ে খুব চিন্তা হতো।এখন বুক ধরফর করা বন্ধ হয়ে গেছে।পেট জালাপোড়া করে এবং মাঝে মাঝে ব্যাথাও করে।সকালে পানি খেয়ে টয়লেট করতে হয়।শরীর নিয়ে সবসময় চিন্তা করি।আমি প্রায় ৪-৫ বছর ধরে হস্তমৈথুনে আসক্ত। এখন আমি কিভাবে আমার আগের লাইফে ফিরে যেতে পারবো।একটু সাহায্য করুন।
আপনি হস্তমৈথুন বন্ধ করুন।এই হস্তমৈথুন এর কারনে নানার রোগের বাসা বাধে সুতারং যত তারাতারি সম্ভব হস্তমৈথুন ত্যাগ করবেন।আর অবশ্যই একজন মেডিসিন বিভাগের ডাক্তার দেখাবেন।