বাজারে সুপারসপ গুলোতে বা মুদি দোকানগুলোতে কি তেতুলের বীজের পাউডার পাবো? এর দাম কত হতে পারে?
বাজারে সুপারসপ গুলোতে বা মুদি দোকানগুলোতে কি তেতুলের বীজের পাউডার পাবো? এর দাম কত হতে পারে?
না সেখানে পাবেন না।আপনি পাসারির দোকান(গাছন্ত ঔষদের দোকান সমূহে) খোজ করে দেখুন হয়তো পেয়ে যাবেন। এছাড়াও বাজারে হকাররা বিভিন্য শর্বত এর পাউডার বিক্রি করে যেমন ইসুবগুলের ভুসি,তোকমা,ইত্যাদি মিশ্রণ বিক্রি করে তাদের কাছে পেতে পারেন।
এসবের দাম জানা নাই।
জামিয়ার রহমান
একজন সাধারণ প্রকৃতির মানুষ,লেখাপড়ার পাশাপাশি bissoy.com এর মাধ্যমে যৌন,গাইনি এবং মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কৃত বিষয়ে চেষ্টা করতেছি সঠিক পরামর্শ দিয়ে,এবং অজানা কিছু জানার তাগীতেই bissoy.comপদার্পণ।