A ও B হলো দুই বোন।B হলো C এর মা।D হলো C এর ছেলে।যদি E,A এর ছেলে হয় তাহলে তাদের সম্পর্ক কী? A ও B হলো দুই বোন।B হলো C এর মা।D হলো C এর ছেলে।যদি E,A এর ছেলে হয় তাহলে তাদের সম্পর্ক কী?
জিজ্ঞাসা করেছেন
বিভাগ:
2 টি উত্তর
E হলো A এর পুত্র সন্তান।আর, A এর মা হলো E ।

প্রশ্নে  ABCDE  পাঁচজন ব্যক্তি,  তাদের মধ্যে সম্পর্ক হলোঃ

  • A,B এর বোন
  • B,C এর মা 
  • D,C এর ছেলে
  • E,A এর ছেলে
  • A,C এর খালা
  • A,D এর নানি বা দাদি
  • B,D এর নানি বা দাদি
  • B,E এর খালা
  • C,E এর খালাত ভাই বা বোন
  • D,E এর ভাগিনা।