পাসপোর্ট ফিস সংক্রান্ত তথ্যাবলী
১. নতুন আবেদনকারী/ হাতে লেখা পাসপোর্ট সমর্পণকৃতদের (সারেন্ডার) জন্য।
ক। জরুরি ফিস (৭ দিন) ৬০০০.০০+১৫% ভ্যাট = ৬৯০০.০০ টাকা।
খ। সাধারণ ফিস (২১ দিন)৩০০০.০০+১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা।
গ। অনাপত্তি সনদ (NOC) এর ভিত্তিতে (জরুরি সুবিধাসহ)৩০০০.০০+১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা।
ঘ। সরকারি আদেশ(GO) এর ভিত্তিতে চিকিৎসা, হজ্জ্ব পালন, তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে(জরুরি সুবিধাসহ)৩০০০.০০+১৫% ভ্যাট=৩৪৫০.০০ টাকা।
ঙ। সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে সরকারি কাজের ক্ষেত্রে (জরুরি সুবিধাসহ)বিনামূল্যে।
২. রি-ইস্যু
ক। জরুরি ফিস (৭ দিন)(NOC/GO ব্যতীত)৬০০০.০০ + ১৫% ভ্যাট = ৬৯০০.০০ টাকা
খ। সাধারণ ফিস (২১ দিন) ৩০০০.০০ + ১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা
৩. মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফিস (মেয়াদ পরবর্তি প্রতি বছরের জন্য)
সাধারণ ফিস ৩০০.০০+১৫% ভ্যাট = ৩৪৫.০০ টাকা।
তথ্যসূত্রঃ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।