Free Basics এর কোন ওয়েবসাইট থেকে প্রোগ্রমিং শেখা যায়? Free Basics এর কোন ওয়েবসাইট থেকে প্রোগ্রমিং শেখা যায়?
জিজ্ঞাসা করেছেন
3 টি উত্তর
ফ্রি বেসিকের 'দ্বিমিক কম্পিউটারিং'_নামক এই ওয়েবসাইট থেকে প্রোগ্রামিং শেখা যায় । আপনি 'আরও বিনামূল্যের পরিষেবা যোগ করুন' লিংকে যান । তারপর ওয়েবসাইট খোঁজার জন্য সার্চবার দেখতে পাবেন । এরপর এখানে আপনার কাঙ্ক্ষিত সাইটের নাম লিখুন । আপনার কাজ শেষ! এখন. প্রোগ্রামিং শিখুন ।
ফ্রি ব্যাসিক্সে "প্রোগ্রামিং" লিখে সার্চ দিন। অনেক কয়টি সাইট দেখতে পাবেন।ভালো সাইট খুঁজে প্রোগ্রামিং শেখা শুরু করুন।

হ্যা এমন ১০ টি সাইট সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে