photoshop কালার কোড নিয়ে প্রশ্ন? photoshop কালার নিয়ে আমি যে প্রশ্নের উওরটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে সাধারণত কালার কোড নিয়ে। আমরা জানি পৃথিবীতে চার কালারের সমন্বয়ে তৈরি হয় পৃথিবীর সব কালার। কিন্তু আমরা যখন photoshop কালার নিয়ে কাজ করি যেমন মনে করেন আপনি একটি কালো রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে য়াচ্ছন এবং তৈরী করলেন। এবং এই কালো রঙের কালার কোডটি হচ্ছে ০০০০০০ এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে কালার কোড গুলো আমি যদি মনে রাখতে চাই তাহলে কি আমি পারবো। এবং কি ভাবে এই হাজার হাজার কোড মনে রাখবো। 

0 টি উত্তর

সাম্প্রতিক প্রশ্নসমূহ