মানুষের সবকিছুর পেছনেই স্বার্থ থাকে বলে মনে করি। আর আমি তো একটু খারাপই বটে কারণ বিস্ময়ে আসি ব্যক্তিগত কারণে।
বিস্ময়ে এসে আসলে আমি কতটুকু জানি তা জানতে পারি। প্রতিটি উত্তর টাইপ করতে গিয়ে আমার জ্ঞানের সীমা পাড়ি দেই এবং তা গুছিয়ে লিখতে গিয়ে লেখনি শক্তিকে পরিণত করার সুযোগ পাই। এছাড়া টাইপিং স্পিড বৃদ্ধিতে বিস্ময় আমাকে বহুত সহযোগিতা করেছে।
পার্শ্বিকভাবে বললে দুয়েকজনের উপকার করতে পারলেও মন্দ হয় না। মাঝে মাঝে কাজের কিছু প্রশ্ন পাই যার উত্তর দিতে গিয়ে নিজের বই-পত্র ঘাঁটি, ইন্টারনেট ঘাঁটি যার ফলে নিজেও শিখতে পারি।
ব্যক্তিগতভাবে আমি এ কারণেই বিস্ময়ে উত্তর করি। এই উত্তরটি করতেও আমার নিজের লেখনী শক্তির প্রকাশ পেয়েছে, যা ক্ষণে ক্ষণে আমাকে শাণিত করছে এবং পরিণত করে তুলছে।
Tasnuva Mehjabin
No imposter among myself