MarinCal-D Calcium এর কাজ ও সেবনবিধি?
 (6653 পয়েন্ট) 

জিজ্ঞাসার সময়

বলেন

1 Answers

 (18073 পয়েন্ট) 

উত্তরের সময় 

এটি  ক্যালসিয়াম এর ঘাটতি পুরণ করে। সেইসাথে বদহজ এবং পাকস্থালীর অন্যান্য সমস্যায় সেবনের পরামর্শ দেয়া হয়। এটি রিকেটস, প্যারা-থাইরয়েড রোগের চিকিৎসায়ও সেবন করানো হয়।  ভরপেটে সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট  বা চিকিৎসক দ্বারা নির্দেশিত যেকোনো একবেলা সেবন করতে হয়।
Recent Questions
Loading interface...