BRTC বাসগুলো দুইতল বিশিষ্ট কেন?

BRTC বাসগুলো দুইতল বিশিষ্ট কেন?
বিভাগ: 
Share

2 টি উত্তর

যাতে একসাথে বেশি মানুষ পরিবহন করা যায়, ও বেশি অর্থ ইনকাম করা যায় সে জন্য।
মূলত এই বাস ই কেবল যে ২তলা হয় তা কিন্তু নয়।বি আর টি সি বাস সার্ভিস একটি সরকারী পরিবহন ব্যবস্থা। এই বাস সার্ভিসের ধরণগুলো হলো যথাক্রমে সিটি সার্ভিস, স্কুল সার্ভিস, আন্তনগর সার্ভিস, স্টাফ বাস সার্ভিস এবং আন্তর্জাতিক বাস সার্ভিস। বিআরটিসি বাসগুলো সাধারনত দ্বিতল বিশিষ্ট, একতল বিশি­ষ্ট এবং আর্টিকুলেটেড ধরনের হয়ে থাকে। সরকার কর্তৃক জনগণ এর যাতায়াতের সুবিধার্থে, একই সাথে অধিক যাত্রীকে তাদের গন্তব্যস্থানে পৌছে দেবার লক্ষ্য নিয়েই মূলত ২তলা বি আর টি সি বাস গুলি চালু করা হয়,কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসব বাসে অধিক যাত্রী তোলা হয় টাকা উপার্জনের উদ্দেশ্য নিয়েই। মূলত যাত্রী দুর্ভোগ দূর করতেই বি আর টি সি দ্বিতল বাস গুলি চালু করা হয়।

সাম্প্রতিক প্রশ্নসমূহ