BRTC বাসগুলো কি অন্যান্য বাসের মতো সার্ভিস দেয়?

BRTC বাসগুলো কি অন্যান্য বাসের মতো সার্ভিস দেয়?
বিভাগ: 
Share

1 টি উত্তর

নাহ,অন্যান্য বাস গুলি অন্ততপক্ষে BRTC এর থেকে ভাল সার্ভিস দেয়। BRTC তে যাতায়াত করতে হলে আপনাকে বহু সময় নষ্ট করতে হবে,কারণ এটি প্রচুর ঘুরে ঘুরে তারপর আপনার গন্তব্যস্থানে নিয়ে যাবে। আর ২তলা বিশিষ্ট হওয়ায় লোকের ভিড় নিয়ে আর কথা না ই বললাম। উদাহরণঃ আপনি মোহাম্মদ পুর থেকে মহাখালী যাবেন। অন্যান্য বাস যেখানে ৪৫মিনিটে পৌছে যাবে, বি আর টি সি সেখানে সময় নিবে ১ঘণ্টা ১৫মিনিট +,কারণ এটি ফার্মগেট ঘুরে তারপর মহাখালী তে যায়। 

সাম্প্রতিক প্রশ্নসমূহ