Share

1 টি উত্তর

মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিন কারী কক্ষপথে রাশিয়ান (অন্যন্যরাও ছিল) বিজ্ঞানীরা একটি স্পেস স্টেশন তৈরি করেছিল। যেখানে রকেটে পার্ক করা যায়। নভোচারীরা থাকতে পারেন। এটির নাম ছিল মীর মহাকাশ স্টেশন। বর্তমানে যেমন আইএসএস স্টেশন তৈরি করা হয়েছে। এটি মুলত স্থাপনে ত্রুটি ছিল। যে উচ্চতাই স্থাপন করা হয়েছিল সেই উচ্চতাই ও সেও কক্ষপথে স্টেশনটির ভরবেগ গতি ও অভিকর্ষজ ত্বরনের হিসাবে কিছুটা ভুল থাকায় একসময়  অভিকর্ষ বলের প্রভাবে কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নামতে থাকে। কিন্তু পৃথিবীতে আছড়ে পড়লে ক্ষতি হতে পারে এই বিবেচনায় নিয়া মিশাইল নিক্ষেপ করে উপরে ধবংস করে দেয়া হয়।

সাম্প্রতিক প্রশ্নসমূহ