16GB নতুন মেমোরি কিনে ফোনে+কম্পিউটারে তুললাম?

16GB নতুন মেমোরি কিনে ফোনে+কম্পিউটারে তুললাম?

কিন্তু 14.5GB দেখাচ্ছে কেন?।৬মাসের গ‍্যারান্টি আছে।নিচে ছবি দিলাম।image

বিভাগ: 

1 টি উত্তর

হুম এটা দেখাবে, আর সকল মেমোরিতেই এম্বি কম থাকে। যেমন ৮ জিবি মেমোরিতে ৭.৪ জিবি থাকে। আবার ৪ জিবি মেমোরিতে ৩.৮ জিবি থাকে। ১৬ জিবি মেমোরিতে  ১৪.৬ জিবি থাকে।তবে সকল মেমোরিতে একই রকম এম্বি থাকে না  । আপনার মেমোরিতে ১৪.৫ জিবি অর্থাৎ ১৪ হাজার ৫ শত /সাড়ে পাঁচশত এম্বি রয়েছে। আপনি ১৬ জিবি মেমোরিতে ১৬ হাজার বা ১৬ হাজার ৩৮৪ এম্বি  পাবেন না।

সাম্প্রতিক প্রশ্নসমূহ