Share

5 টি উত্তর

আমার কাছে ইলিশ মাছ।।।
আমার জানা মতে ইলিশ ও ,স্যামন মাছের ডিম সবচেয়ে মজার খাদ্য।
মাছের ডিমের মধ্যে আমার কাছে ইলিশ মাছের ডিমই সবচেয়ে মজার ।
আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের মাছ খেয়ে থাকি। আমার মনে হয় তার মধ্যে ইলিশ মাছের ডিম অনেক মজার। কারন অধিকাংশ মানুষ ইলিশ মাছের ডিম পছন্দ করেন।
একেকজনের রুচি একেকরকম। তাই, কোন মাছের ডিম বেশি মজা এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে, আমার কাছে ইলিশ মাছের ডিম অনেক প্রিয়। ধন্যবাদ। 

সাম্প্রতিক প্রশ্নসমূহ