Share

6 টি উত্তর

যখন অংক ভুল হবে... তখন ১=২ হবে।
এটা কোনভাবেই সম্ভব নয়। ভুল করলেই এটা হবে।
ধরি, x=y বা, x2(x to the power 2)=xy.. (উওভয় পাশে x গুন করে) বা, x2-y2=xy-y2 (উভয় পাশে y2 বিয়োগ করে) বা, (x+y)(x-y)=y(x-y) বা,x+y=y বা,y+y=y (যেহেতু,x=y) বা,2y=y বা,2=1 বা,1=2 (প্রমাণিত) [বিদ্রঃ আসল math নয়। আইকিউ এর দৃষ্টিতে।]
ভালোবাসার ক্ষেত্রে, ১+১=১ বা, ২=১ বা, ১=২। ভালোবাসার কারণে, দুটি হৃদয় মিলে একটি হৃদয়ে পরিণত হয়, দুটি আত্মা মিলে একটি আত্মায় পরিণত হয়। যেমনঃ স্বামী+স্ত্রী=সন্তান বা, ১+১=১ বা, ২=১ বা, ১=২। স্বামী এবং স্ত্রী উভয়ের ভালোবাসার পরিণতিতে সন্তান জন্মলাভ করে। আইকিউ উত্তরঃ আমি+তুমি=আমাদের ছোট্ট খোকন সোনা (১+১=১ বা, ২=১ বা, ১=২)। ধন্যবাদ।
১ জোড়া সমান ২ । ১ জোড়াতে ২টি জিনিস বোঝায়।যেমন ১ জোড়া আম সমান ২টি আম।
১=২ সম্ভব। যদি ভুল করে বলা হয়। 

সাম্প্রতিক প্রশ্নসমূহ