1 Answer

 (18073 পয়েন্ট) 

উত্তরের সময় 

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি, তাহলে তুমি, কত সুন্দর! কত সুন্দর! সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি, তাহলে তুমি, কত সুন্দর! তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি, কত সুন্দর! কত সুন্দর! সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে, কেটে যায় লগ্ন, ভরে যায়, তৃষিত এ অন্তর।  না জানি তাহলে তুমি, কত সুন্দর! যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে সেই পাখি, সেই নদী, যদি এত সুন্দর ! না জানি, তাহলে তুমি, কত সুন্দর! কত সুন্দর! যে তারা ছড়ায় হাসি, আকাশে যে ফুল সুরভি ঢালে, বাতাসে যে তারা ছড়ায় হাসি, আকাশে যে ফুল সুরভি ঢালে, বাতাসে যে তারা ছড়ায় হাসি, আকাশে যে ফুল সুরভি ঢালে, বাতাসে সেই তারা, সেই ফুল, যদি এত সুন্দর ! না জানি, তাহলে তুমি, কত সুন্দর! কত সুন্দর! সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে, কেটে যায় লগ্ন।  ভরে যায়, তৃষিত এ অন্তর ! না জানি তাহলে তুমি, কত সুন্দর! যে মানুষ মানুষের বেদনায়, কেঁদেছিল আজীবন মদিনায় ! যে মানুষ মানুষের বেদনায়, কেঁদেছিল আজীবন মদিনায় ! সে মানুষ, সে মানুষ, যদি এত সুন্দর ! না জানি তাহলে তুমি, কত সুন্দর! কত সুন্দর! সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে, কেটে যায় লগ্ন।  ভরে যায়, তৃষিত এ অন্তর ! না জানি, তাহলে তুমি, কত সুন্দর! তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর ! না জানি, তাহলে তুমি, কত সুন্দর! কত সুন্দর!
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...