Share

3 টি উত্তর

আকাশে যখন মেঘের পরিমাণ অনেক বেশি হয় বা মেঘ অনেক বেশি ভারি হয় ওঠে, তখন বৃষ্টির সময় আকাশ থেকে বরফের টুকরা বা মেঘের কণা পড়ে থাকে; একে শিলাবৃষ্টি বলা হয়ে থাকে।
শিলাবৃষ্টি হল এক প্রকার ঝড়, যা গোল বরফের টুকরো মন্দীভূত করে। এ ঝড় সাধারণত হয় নিয়মিত বজ্রঝড়ের সময়। বেশিরভাগ শিলাবৃষ্টি মেঘ হতে থিতিয়ে তৈরি হয়, যা ছোট ও ক্ষতি করে না। তবে, কিছু অনিয়মিত শিলাবৃষ্টি হয় যা ২ ইঞ্চির বড় হয় ও ক্ষতি করতে পারে। সর্বোপরি, শিল-সহ যে বৃষ্টি হয় বা বৃষ্টির সাথে যখন বরফের টুকরো নিম্নে গমিত হয়, তখন তাকে শিলাবৃষ্টি বলে।
আমরা জানি বাতাসে জলীয়বাষ্প থাকে।এই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে।আরও ঘনীভূত হলে বৃষ্টি রূপে মাটিতে পড়ে।তবে মেঘের তাপমাত্রা আরও কমে গেলে বা আরও ঘনীভূত হলে মেঘ বরফে পরিণত হয়।এক পর্যায়ে শিলাবৃষ্টি রূপে মাটিতে পড়ে।