শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা । বিজ্ঞানের প্রাপ্ত ফলাফল গণিত (গাণিতিক সমীকরন) -এর মাধ্যমে প্রকাশ করা যায় । ১৯০৫ সালে আইনস্টাইন এর বয়স যখন ২৬ বছর তখন তিনি পদার্থবিজ্ঞান বিষয়ক তিন পাতার একটি একটি গবেষণাপত্র প্রকাশ করেন । তিনি বোঝাতে চেয়েছেন কোনো বস্তুর শক্তি (EE) তার ভর (mm) এবং আলোর গতিবেগের (cc) গুণফলের সমান । অর্থাৎ বস্তুর ভরকে আলোর বেগ দিয়ে গুন করলে সেটার শক্তি বের করা যায় । একটু ঘুরিয়ে বললে, যেহেতু আলোর বেগ একটি ধ্রুবক (অপরিবর্তনশীল), সেহেতু কোনো বস্তুর নিজস্ব শক্তি সেটার ভরের সমানুপাতিক ! এটাকে গাণিতিক সমীকরণে রূপান্তর করলে হয় E=mc2E=mc2 ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ