চেক মারফত পাওনা আদায় হলে ডেবিট হবে ব্যাংক হিসাব।
কোন অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত না থেকে যে আয় পাওয়া যায় তাকে হস্তান্তরযোগ্য পাওনা বলে।
দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন প্রকৃত জাবেদা বইতে লিখতে হবে।
‘অনাদায়ী পাওনা’ ব্যয় জাতীয় হিসাব।
প্রতিটি পাওনাদারের ব্যক্তিগতভাবে কত টাকা পাওনা তা জানা যায় সহকারী খতিয়ান প্রস্তুতের মাধ্যমে।
পাওনা বাবদ চেক প্রাপ্ত হলে তা নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে লিখা হয়।
পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা দাগকাটা চেক হিসাবে গণ্য হবে।
নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদার থেকে পাওনা আদায় হলে দেনাদারের নাম লিখা হবে.
যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে সাধারণ মজুরি হিসাবে ডেবিট করা নীতিগত ভুল।
ব্যবসায়ের প্রতি মালিকের পাওনা পরিমাণ জানা যায় মালিকানাস্বত্বের বিবরণী থেকে
অনাদায়ী পাওনা সঞ্চিতি রক্ষণশীলতার নীতি অনুযায়ী দেনাদার থেকে বাদ যায়।
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন