Genacyn Injection 80 mg/2 ml in bangla | |
ব্র্যান্ড নাম | জেনাসিন |
জেনেরিকঃ | জেন্টামাইসিন (Intravenous Infusion) |
পরিমাপঃ | 80 mg/2 ml |
ধরণঃ | ইনজেকশন |
চিকিৎসাগত শ্রেণিঃ | Antibacterial drugs |
উৎপাদনকারীঃ | Square Pharmaceuticals Ltd. |
দামঃ | 14.21 |
সর্বশেষ সম্পাদনাঃ | 2020-11-20 18:16:16 |
জেনাসিন ইনজেকশন এ আছে জেন্টামাইসিন (Intravenous Infusion)। জেনাসিন এর কাজঃ
সেপটিসিমিয়া, নিওন্যাটাল সেপসিস, মস্তিস্কের আবরন-ঝিল্লির প্রদাহ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যান্য সংক্রমণ, পিত্তনালীর সংক্রমণ, তীব্র পায়েলােনেফ্রইটিস অথবা প্রােস্টেট গ্রন্থির প্রদাহ, স্টেপ ভাইরিড্যানস অথবা ফিকালিস জনিত এনডােকার্ডিয়ামের প্রদাহ ইত্যাদি চিকিৎসায় যদি সংক্রমণ সমুহ জেন্টামাইসিন সংবেদনশীল জীবাণুঘটিত হয়।
জেনাসিন ইনজেকশন এ আছে জেন্টামাইসিন (Intravenous Infusion) 80 mg/2 ml। জেনাসিন খাওয়ার নিয়ম নিম্নরূপঃ
The intravenous administration of Gentamicin may be particularly useful for treating patients with bacterial septicemia or those in shock. It may also be the preferred route of administration for some patients with congestive heart failure, hematologic disorders, severe burns or those with reduced muscle mass.
Administration Procedure:
অন্তঃকর্ণের মধ্যপ্রদেশের ক্ষতি, বৃক্কের পরিবর্তনীয় ক্ষতি, শ্রবণেন্দ্রীয় সংক্রান্ত কর্ণের অসুবিধা হতে পারে। অন্যান্য লক্ষণগুলাে হলাে মাথা ঝিম ঝিম করা, অবসাদ, কানে ভেভোঁ শব্দ করা, কানে হট্টগােলের শব্দ হওয়া এবং কদাচিৎ শ্রবণ শক্তি লােপ পেতে পারে।
Gentamicin is the most important of the aminoglycosides and is widely used for the treatment of serious infections. It is bactericidal and active against some Gram-positive and many Gram-negative organisms. It is active against Pseudomonas aeruginosa, Proteus sp. E. coli, Klebsiella-Enterobacter-Serratia sp. Citrobacter sp. and Staphylococcus sp. Gentamicin interferes with bacterial protein synthesis by binding to 30S and 50S ribosomal subunits resulting in a defective bacterial cell membrane.
জেন্টামাইসিন এর প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে এটি অনুপযােগী। এটি গর্ভাবস্থায় এবং মায়াসথেনিয়া গ্র্যাভিস এর ক্ষেত্রে অনুপযােগী।
Aminoglycosides should not be given with potentially ototoxic diuretics (e.g. frusemide and ethacrynic acid). Concurrent use of other nephrotoxic drugs including other aminoglycosides, vancomycin and some of the cephalosporins may increase the risk of toxicity. Care is also required if other drugs with a neuromuscular blocking action are given concomitantly.
অত্যন্ত জরুরী হলেই প্রয়ােগ করার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।
এর যে কোন উপাদান এর প্রতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে ছত্রাক সহ অন্যান্য সংবেদনহীন জীবাণু দ্বারা রােগের সংক্রমণ হতে পারে। এটি ইঞ্জেকশনের জন্য নয় এবং চোখের এ্যান্টেরিয়র চেম্বারে সরাসরি প্রয়ােগ করা যাবে না।
Gentamicin should be stored at controlled room temperature and protected from light. This intravenous infusion is not intended for multi-dose use.
জেনাসিন ইনজেকশন এর দাম 14.21