Genacort Tablet 10 mg in bangla | |
ব্র্যান্ড নাম | জেনাকোর্ট |
জেনেরিকঃ | হাইড্রোকর্টিসন (ওরাল & ইনজেকশন) |
পরিমাপঃ | 10 mg |
ধরণঃ | ট্যাবলেট |
চিকিৎসাগত শ্রেণিঃ | Glucocorticoids |
উৎপাদনকারীঃ | General Pharmaceuticals Ltd. |
দামঃ | 0.00 |
সর্বশেষ সম্পাদনাঃ | 2020-11-21 18:10:12 |
জেনাকোর্ট ট্যাবলেট এ আছে হাইড্রোকর্টিসন (ওরাল & ইনজেকশন)। জেনাকোর্ট এর কাজঃ
(১) এ্যাজমা
(২) তীব্র এলার্জি
(৩) সক
(৪) এডরিনােকর্টিকাল অপর্যাপ্ততা'
(৫) অতি সংবেদনশীল ক্রিয়া যেমন-এনজিওইডিমা
(৬) স্ট্যাটাস অ্যাজমাটিকাস
(৭) রিউম্যাটিক ডিজিজ
(৮) ইনফ্লামেটরী বাওয়েল ডিজিজ ইত্যাদি।
জেনাকোর্ট ট্যাবলেট এ আছে হাইড্রোকর্টিসন (ওরাল & ইনজেকশন) 10 mg। জেনাকোর্ট খাওয়ার নিয়ম নিম্নরূপঃ
হাইড্রোকর্টিসন সাধারনত সুসহনীয়। যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে সেগুলাে হলাে কার্ডিয়াক এরিথমিয়া, ইসােফ্যাজিয়াল ছত্রাক সংক্রমণ, অনিয়মিত রজ:চক্র, কার্বোহাইড্রেট ও গ্লুকোজ সহনীয়তা কমে যাওয়া, শরীরে ফ্লুইড জমে যাওয়া, ক্ষুধাবৃদ্ধি, ওজন বেড়ে যাওয়া, ইউফোরিয়া, অস্থির চিত্ততা, বিষন্নতা, অদ্রিা, ব্রণ ইত্যাদি।
Hydrocortisone is a naturally occurring corticosteroid, which causes profound and varied metabolic effects. In addition, they modify body’s immune response to diverse stimuli. Hydrocortisone sodium succinate has the same metabolic and anti-inflammatory actions as hydrocortisone.
যে সব রােগীদের আলসার আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অন্যান্য রােগী যাদের হার্ট ফেইলিওর, উচ্চ রক্তচাপ, গ্লুকোমা, ডায়াবেটিস বা মৃগী রােগ আছে তাদের ক্ষেত্রেও হাইড্রোকর্টিসন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
Drug interaction of hydrocortisone has been reported with amphotericin B, potassium-depleting agents, macrolide antibiotics, warfarin, antidiabetics, isoniazid, digitalis glycosides, estrogens, barbiturates, phenytoin, carbamazepine, ketoconazole, aspirin etc.
গর্ভাবস্থায়ঃ প্রেগন্যান্সি ক্যাটেগরী সি। কর্টিকোস্টেরয়েড গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে যদি সম্ভাব্য ঝুঁকির চেয়ে উপকারিতা বেশী হয়।
দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রেঃ যেহেতু কর্টিকোস্টেরয়েড মায়ের দুধে নিঃসৃত হয় সেহেতু মায়ের জন্য ওষুধটির গুরুত্ব বিবেচনায় এনে হয় শিশুকে দুগ্ধদান অথবা ওষুধটির ব্যবহার থেকে সাময়িকভাবে বিরত থাকতে হবে।
বয়স্কদের ক্ষেত্রেঃ ৬৫ বৎসরের বেশী বয়সীদের ক্ষেত্রে সতর্কতার সাথে মাত্রা নির্ধারণ করতে হবে। তবে কম। মাত্রা থেকে শুরু করতে হবে।
মারাত্মক সিস্টেমিক ছত্রাক সংক্রমণে এবং এই ওষুধের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে ইহা বিপরীত নির্দেশিত।
Use in elderly patients: Clinical studies were not done in patients’ aged 65 and above. In general dose selection for an elderly patients should be cautious, usually starting at the low end of the dosing range.
Store at 15-30°C.
জেনাকোর্ট ট্যাবলেট এর দাম 0.00