এন্টুসস এ আছে সুডােএফিড্রিন + গুয়াইফেনেসিন + ট্রাইপ্রােলিডিন। এন্টুসস এর কাজঃ
পুঞ্জিভূত কফ সহ শ্বাসতন্ত্রের উপরের অংশের ব্যাধির, লক্ষণসমূহের উপশমে নির্দেশিত।
Antuss Syrup (30 mg+100 mg+1.25 mg) / 5 ml in bangla | |
ব্র্যান্ড নাম | এন্টুসস |
জেনেরিকঃ | সুডােএফিড্রিন + গুয়াইফেনেসিন + ট্রাইপ্রােলিডিন |
পরিমাপঃ | (30 mg+100 mg+1.25 mg) / 5 ml |
ধরণঃ | সিরাপ |
চিকিৎসাগত শ্রেণিঃ | Combined cough expectorants |
উৎপাদনকারীঃ | Gaco Pharmaceuticals Ltd |
দামঃ | 84.00 |
সর্বশেষ সম্পাদনাঃ | 2020-11-21 18:16:16 |
এটি সিউডোএফেড্রিন, গুয়াইফেনেসিন এবং ট্রেইপ্রোলিডিন সংমিশ্রনে তৈরী। শ্বাসনালীর উপরের অংশের কফ সংক্রান্ত অসুস্থতায় ইহা বহুল ব্যবহৃত হয়।
গুয়াইফেনেসিন, সিউডোএফেড্রিন ও ট্রাইপ্রেলিডিন এর তিনটি উপাদানের তিনটি ভিন্ন ধর্মীয় কার্যকারিতা রয়েছে। ট্রাইপ্রেলিডিন হচ্ছে এন্টিহিস্টামিন, সিউডো-এফিড্রিন শ্বাসনালী প্রসারক এবং গুয়াইফেনেসিন একটি কফ নিঃসারক।
এন্টুসস এ আছে সুডােএফিড্রিন + গুয়াইফেনেসিন + ট্রাইপ্রােলিডিন (30 mg+100 mg+1.25 mg) / 5 ml। এন্টুসস খাওয়ার নিয়ম নিম্নরূপঃ
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা উত্তেজনা, ঘনঘন তন্দ্রাচ্ছন্নতা হতে পারে। ঘুমের ব্যাঘাত এবং কদাচিৎ দৃষ্টিভ্রম দেখা দিতে পারে। চামড়ার ফুসকুড়ি, ট্যাকিকার্ডিয়া, কখনাে কখনাে মুখ, নাক ও গলার শুষ্কতা দেখা দিতে পারে। পুরুষ রােগীরা সুডােএফিড্রিন সেবনে মূত্রত্যাগে অক্ষমতা হতে পারে, এক্ষেত্রে প্রােস্টেট এর বৃদ্ধি অতিশয়গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
রোগীদের এই ওষুধ সেবনের পর গাড়ি বা অন্য কোন যন্ত্র চালনা করা উচিত নয়। অ্যালকোহল বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে এমন অন্যান্য আবেশকারী ওষুধের সাথে গুয়াইফেনেসিন, সিউডোএফেড্রিন ও ট্রাইপ্রেলিডিনের যুগপৎ ব্যাবহার পরিহার্য। উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধ, ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট অথবা অন্যান্য সিমপ্যাথোমাইমেটিক ঔষুধ ব্যাবহারতারী রোগীর ক্ষেত্রে ইহার ব্যাবহারে সতর্ক থাকতে হবে।
Concomitant use of Pseudoephedrine, guaiphenasine & triprolidine with sympathomimetic agents such as decongestants, tricyclic antidepressants, appetite suppressants and amphetamine-like psychostimulants or with monoamine oxidase inhibitors which interfere with the catabolism of sympathomimetic amines may occasionally cause a rise in blood pressure. Because of its pseudoephedrine content, Pseudoephedrine, guaiphenasine & triprolidine partially reverse the hypotensive action of drugs which interfere with sympathetic activity including guanethidine, methyldopa, alpha-adrenergic blocking agents.
গর্ভবতী মহিলাদের ভ্রনের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমান যাচাই করে এ ওষুধ ব্যবহার করা উচিত।
গুয়াইফেনেসিন, সুডােএফিড্রিন অথবা ট্রাইপ্রােলিডিন এর প্রতি অতিসংবেদনশীলতা। তীব্র করােনারী ধমনীর রােগ অথবা মারাত্মক উচ্চ রক্তচাপ সম্পন্ন রােগীদের ক্ষেত্রে দেয়া যাবে না। নিজেদের অবস্থা বিবেচনা সাপেক্ষে রােগীদের গাড়ী ও যন্ত্রপাতি চালানাে উচিত নয়।
The effects of acute toxicity from Pseudoephedrine, guaiphenasine & triprolidine may include drowsiness, irritability, restlessness, lethargy, dizziness, gastrointestinal discomfort, respiratory depression, convulsion, tremor, tachycardia and hypertension. Incase of overdose, necessary measures should be taken to maintain and support respiration and control convulsion. Gastric lavage may be undertaken if indicated. Catheterization of bladder may be necessary.
ডিকনজেসটেন্ট, ট্রাইসাইক্লিক বিষন্নতারােধী ওষুধ, রুচিদমনকারক এবং এ্যামফেটামিন জাতীয় দেহ উত্তেজক অথবা মনােঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর-এর সাথে একত্রে ব্যবহার করার ফলে কখনাে কখনাে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
25 ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখুন। ফ্রিজে রাখবেন না।
এন্টুসস সিরাপ এর দাম 84.00