এসএসসি ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • হিমশৈল কী?
  • পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা যায়?
  • ‘Sphere’ শব্দের অর্থ কী?
  • পৃথিবীর প্রায় সর্বত্রই কী রয়েছে?
  • বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?
  • পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?
  • গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি?
  • আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত মিটার?
  • প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
  • ৭ কোটি ৩৬ লক্ষ বর্গকিলোমিটার আয়তন কোন মহাসাগরের?
  • ভারত মহাসাগরের আয়তন কত বর্গ কিমি.?
  • দক্ষিণ মহাসাগরের গড় গভীরতা কত?
  • কোন সাগরে স্রোত প্রবাহিত হয় না?
  • কোন রেখা আটলান্টিক মহাসাগরকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে?
  • আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন দেশ?
  • পৃথিবীর মহাদেশসমূহের চারিদিকে স্থলভাগের যে অংশে অল্প ঢালু হয়ে পানির মধ্যে নেমে গেছে এরূপ নিমজ্জিত অংশকে কী বলে?
  • পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত?
  • মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার?
  • সমুদ্রের গভীরতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  • ফ্যাদোমিটারের সাহায্যে কোনটি পরিমাপ করা হয়?
  • রকি পর্বত কোথায় অবস্থিত
  • সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
  • মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে?
  • মহীসোপানের বিস্তৃতি কিসের ওপর নির্ভর করে?
  • সমুদ্রে মহীঢালের গভীরতা কত?
  • আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান কী?
  • কোথাকার পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু?
  • উদ্দীপকে উল্লিখিত সমুদ্রখাতের নাম কী?
  • এ খাতের অবস্থান কোন মহাসাগরে?
  • ‘শুন্ডা’ খাতের অবস্থান কোথায়?
  • ছকের ‘ক’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  • নিমজ্জিত শৈলশিরার মধ্যে কোনটি সবচেয়ে উল্লেখযোগ্য শৈলশিরা?
  • কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক?
  • পৃথিবীর গভীরতম খাত কোনটি?
  • গভীর সমুদ্র খাতগুলোর গড় গভীরতা কত?
  • ম্যারিয়ানা খাত গুয়াম দ্বীপের কত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?
  • পোর্টোরিকো খাত কোন মহাসাগরে অবস্থিত?
  • মহীঢাল গড়ে কত কিমি. প্রশস্ত হয়?
  • আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাতের গভীরতা কত?
  • আতাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
  • Download our App Bissoy