এসএসসি ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?
  • বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
  • বায়ুমণ্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
  • বায়ুমণ্ডলের প্রধান উপাদান দুটি কী কী?
  • বায়ুম-লের চারটি স্তরের মধ্যে কোন স্তরের প্রভাব হিসেবে বিদ্যুৎ চমকানো দেখতে পাই?
  • ট্রপোম-লের শেষ প্রান্তের অংশের নাম কী?
  • ট্রপোমণ্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
  • বায়ুম-লের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম?
  • স্ট্রাটোম-লের বায়ুতে কী থাকে না?
  • ওজোন গ্যাসের স্তর কোন স্তরে বেশি পরিমাণে আছে?
  • ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে কোথায় ফিরে আসে?
  • স্ট্রাটোবিরতির উপরে প্রায় কত কিমি. পর্যন্ত মেসোম-ল বিস্তৃত?
  • অধিকাংশ উক্সা কোন স্তরের মধ্যে এসে পুড়ে যায়?
  • তাপম-লের উপরে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কী বলে?
  • এক্সোমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
  • এক্সোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি?
  • হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস কোন স্তরে দেখা যায়?
  • কোন স্তরের তাপমাত্রা প্রায় ৩০০ সেলসিয়াস থেকে ১৬৫০ সেলসিয়াস পর্যন্ত হয়?
  • কোন স্তর না থাকলে সূর্য থেকে মারাক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রাণিকুল বিনষ্ট করত?
  • বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কী হতো?
  • কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছনড়বতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের কী বলে?
  • আর্দ্রতা বলতে কী বোঝ?
  • বায়ুমণ্ডলে জলীয়বাষ্প কমলে কী ঘটে?
  • জলীয়বাষ্পের সৃষ্টি হয় কিসের দ্বারা?
  • সাধারণত ১,০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়?
  • কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য?
  • কোন সময়ে মধ্য এশিয়ায় শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না?
  • কোন বায়ু বাংলাদেশের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতে বাধা পায়?
  • কোন বায়ুর প্রভাবে বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়?
  • পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
  • কোন পদ্ধতিতে পানি বাষ্পাকারে উপরে ওঠে?
  • কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
  • বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়?
  • বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টি শুরু হয়?
  • কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?
  • বৃষ্টিপাত কত প্রকার?
  • কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে?
  • নিরক্ষীয় নিমড়বচাপ এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়?
  • পরিচালন বৃষ্টিপাত কোথায় সবচেয়ে বেশি সংঘটিত হয়?
  • ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু চলাচলকে কী বলে?
  • Download our App Bissoy