এসএসসি ভূগোল ও পরিবেশ ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • উদ্দীপকে আলোচিত মণ্ডল কোনটি?
  • ঊর্ধ্বগুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
  • অশ্মমণ্ডলের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে কী বলে?
  • গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কী বলে?
  • কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলো কী?
  • বৈমানিক বিমানটিকে কোন মণ্ডলে নামিয়েছিলেন?
  • বৈমানিক বিমানটিকে যেখানে নামিয়েছিলেন সেই স্থানটি কোন উপাদান দিয়ে গঠিত?
  • ভূত্বক মূলত কী দ্বারা গঠিত?
  • এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
  • তামা কয়টি মৌল দ্বারা গঠিত?
  • একটিমাত্র মৌল দিয়ে গঠিত খনিজের নাম-
  • পারদ কী?
  • গঠনপ্রণালি অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
  • আগেড়বয় শিলার অপর নাম কী?
  • কোন শিলায় কোনো জীবাশ্ম নেই?
  • আগেড়বয় শিলার বৈশিষ্ট্য হলো-
  • আগেড়বয় শিলা সৃষ্টি?
  • কোনটির দানা খুব সূক্ষ্ম ও রং গাঢ়?
  • পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে কী বলে?
  • পাললিক শিলা গঠিত হয়-
  • রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ কোনটি?
  • কোনটি পাললিক শিলা বহির্ভূত?
  • পাললিক শিলার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক?
  • কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়?
  • কোনটি রাসায়নিক পাললিক শিলা?
  • যৌগিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় কোন শিলা গঠিত?
  • কোনটি জৈব শিলা বলে?
  • সেট কোন শিলা থেকে সৃষ্ট?
  • বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে শিলা গঠন করে। সুতরাং আমরা বলতে পারি-
  • বেলেপাথর রূপান্তরিত হয়ে কোন শিলা হয়?
  • কোয়ার্টজ কোন পাথর থেকে সৃষ্টি হয়?
  • প্রধানত ___ বেলেপাথর থেকে সৃষ্টি হয়।
  • ভূপৃষ্ঠ সর্বদা-
  • নদী অবক্ষেপণের মাধ্যমে কোন ভূমি গড়ে তুলছে?
  • ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য কোন ধরনের শক্তির সাহায্য নেয়?
  • ভূঅভ্যন্তরে দ্রুত শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবীপৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, তাকে কী বলে?
  • ভূমিকম্প সংঘটনের জন্য প্রধানত কোনটি দায়ী?
  • ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ হলো-
  • ভূমিকম্পের অপ্রধান কারণ কোনটি?
  • আকস্মিক পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠে কী সংঘটিত হয়?
  • Download our App Bissoy