এসএসসি ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
  • Map বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
  • ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
  • Representive Fraction-এর অর্থ কী?
  • প্রাচীনকালে প্রথম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
  • ল্যাটিন ‘Mappa’ শব্দের অর্থ কী?
  • মানচিত্রের স্কেলে ১ সেন্টিমিটার সমান কত?
  • রাতুল স্পারসোতে যে মানচিত্রগুলো দেখতে পায় সেগুলো কোন মানচিত্র?
  • উদ্দীপকে উল্লিখিত মানচিত্রগুলো কারা তৈরি ও ব্যবহার করেন?
  • স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
  • ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
  • রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং-এর মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?
  • টোকিও ঢাকার কোন দিকে অবস্থিত?
  • আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলো কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
  • আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ?
  • টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
  • সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
  • বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
  • বাংলাদেশে সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
  • দেওয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় ব্যবহার করার জন্য?
  • ভূচিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
  • মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
  • সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
  • সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
  • উদ্দীপকে উল্লিখিত সালমা ও সাবিনা কোন ধরনের মানচিত্র দেখতে পেয়েছিল?
  • সেনাবাহিনীর লোকজন নিজস্ব ব্যবহারের জন্য কোন ধরনের মানচিত্র ব্যবহার করেন?
  • যেকোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের কী ব্যবহার করতে হয়?
  • মানচিত্রে যদি ১:১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?
  • সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
  • প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
  • পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
  • পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০০ হলে তখন ঐ স্থানকে কী বলে?
  • সূর্য যখন কোনো একটি স্থানের ঠিক মাথার উপর আসে তখন সেখানে কোণের পরিমাণ কত?
  • আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
  • যুক্তরাজ্য বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
  • যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
  • গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
  • যুক্তরাজ্যের লন্ডন শহর বাংলাদেশের প্রমাণ সময় হতে কত ঘণ্টা পশ্চাদ্বর্তী?
  • একটি স্থানের দ্রাঘিমা ৯০ পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
  • কিসের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা যায়?
  • Download our App Bissoy