এসএসসি সাধারণ বিজ্ঞান ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশের দর্পণগুলো কি নামে পরিচিত?
  • গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে?
  • প্রতিসরণাঙ্ক মাপার জন্য কোন মাধ্যমকে শূন্য ধরতে হয়?
  • লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি?
  • স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে
  • চোখের কোথায় কোন বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
  • ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি?
  • দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়-
  • লেন্সের ক্ষমতার এসআই একক হলো
  • লেন্সের প্রধান ফোকাস কয়টি?
  • উত্তল লেন্সের ক্ষমতা হবে
  • উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কিরূপ?
  • একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1 m হলে এর ক্ষমতা কত?
  • ২০ পস ফোকাস দূরত্ব সম্পনড়ব একটি উত্তল লেন্সের ক্ষমতা কত?
  • দৃষ্টির প্রধান ত্রুটি কয়টি?
  • ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়?
  • ঝুমা শ্রেণীকক্ষের পেছনে বসলে ব্ল্যাক বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। ঝুমার চোখের ত্রুটিটি কোন ধরনের?
  • উত্তল লেন্সের বৈশিষ্ট্য
  • অভিসারী লেন্সের মতো কাজ করে
  • লেন্স তৈরি হয়-
  • চোখের উপাদানগুলো হলো
  • দৃষ্টির অপ্রধান ত্রুটি হলো
  • ক্ষীণদৃষ্টি দেখা দেয়-
  • ক্ষীণ দৃষ্টি দূর করা যায়-
  • চোখ ভালো রাখার উপায় হচ্ছে
  • স্থূলমধ্য লেন্সের
  • Download our App Bissoy