এসএসসি সাধারণ বিজ্ঞান ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • হৃদপিণ্ডের করোনারি ধমনি কোন কারণে বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
  • পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে মোট ওজনের কতভাগ রক্ত?
  • কোন যৌগ গঠনের মাধ্যমে রক্ত অক্সিজেন পরিবহন করে?
  • রক্ত কণিকাগুলো কিসে ভাসমান অবস্থায় থাকে?
  • রক্তে রক্তরসের পরিমাণ শতকরা-
  • CO2 কে বাইকার্বোনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে-
  • রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন রাসায়নিকটি?
  • রক্তের কণিকাগুলো প্রধানত কয় ধরনের?
  • অ্যামিবার মতো আকার পরিবর্তনে সক্ষম কোনটি?
  • লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কোথায়?
  • অ্যান্টিবডি গঠন করে কোনটি?
  • দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে?
  • অণুচক্রিকার প্রধান কাজ-
  • রক্ত নাইট্রোজেনজনিত বর্জ পদার্থগুলোকে কোন অঙ্গে পরিবহন করে?
  • লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
  • রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোন ক্ষেত্রে?
  • অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে কী বলে?
  • কোন রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়?
  • বংশগত রোগ কোনটি?
  • থ্যালাসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
  • রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
  • কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
  • সার্বজনীন গ্রহীতা গ্রুপ কোনটি?
  • রেসাস ফ্যাক্টরের সংকেত কী?
  • মানুষের রক্তকোষে কয় ধরনের অ্যান্টিজেন আছে?
  • হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম কী?
  • শিরা পরিবহন করে
  • ধমনি পরিবহন করে-
  • হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে?
  • হৃৎপিণ্ডের স্পন্দনকে কী বলে?
  • হৃৎস্পন্দন পর পর সংঘটিত ঘটনার সমষ্টি-
  • কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি?
  • একটি হৃদস্পন্দনে সময় লাগে-
  • রক্ত চাপ বলতে বুঝায়-
  • রক্ত চাপ নির্ণয়ের যন্ত্র-
  • শরীরের জন্য ক্ষতিকর-
  • রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা-
  • Download our App Bissoy