এসএসসি সাধারণ বিজ্ঞান ১০ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • বস্তুর জড়তা ও বল সম্পর্কে ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
  • কোন বিজ্ঞানী গতিবিষয়ক সূত্র প্রদান করেন?
  • সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয়-
  • গতিবিষয়ক সূত্র কয়টি?
  • স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন। এর কারণ কোনটি?
  • গাড়ি চালানোর সময় চালক সিটবেল্ট পরিধান করে কোনটির কারণে?
  • আমরা হোঁচট খেলে পড়ে যাই যে কারণে –
  • ট্রাফিক সিগন্যালে কয়টি বাতি জ্বলে?
  • ঘর্ষণ বল মূলত কোন বলের উদাহরণ?
  • আমাদের হাঁটার জন্য অত্যন্ত প্রয়োজন কোনটি?
  • ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
  • আমাদের জুতার সোল ক্ষয়ে যাওয়ার কারণ কী?
  • বস্তুর ভর বৃদ্ধির সাথে কোন বলের মান বৃদ্ধি পায়?
  • দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বলের চেয়ে কতগুণ দুর্বল?
  • বস্তুর ভর বেশি হলে কোনটি বেশি হবে?
  • ভরের একক কোনটি?
  • বলের আছে-
  • কোনো বস্তুর ভর ৫০ কেজি এবং বেগ ৫ মিটার/সেকেন্ড হলে, ভরবেগ কত?
  • একটি বস্তুর ভর ১৫ কেজি এবং ত্বরণ ২মি./সে.২ হলে ভরবেগের পরিবর্তনের হার কত?
  • একটি বস্তুর ভরবেগ ২০ কেজি মি./সে. বেগ যদি ২ মি./সে. হয় তবে বস্তুটির ভর কত?
  • ক্রিকেট বল ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে তা হল
  • ফোলানো বেলুনের মুখ খুলে দিলে নির্গত বাতাস বেলুনের উপর যে বল ক্রিয়া করে-
  • নিউটনের গতিবিষয়ক কোন সূত্রের ভিত্তিতে রকেট চালানো হয়।
  • Download our App Bissoy