এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • দর্পণে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে?
  • একটি সমতল দর্পণকে কত কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি ৬০° কোণে ঘুরে যায়?
  • একটি সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠের সাথে ৬০° কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?
  • গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কী বলে?
  • একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30 cm এর বক্রতার ব্যাস কত?
  • রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
  • সমতল দর্পণে 10 cm উচ্চতাবিশিষ্ট লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া প্রয়োজন?
  • সমতল দর্পণের কোথায় বিম্ব গঠিত হয়?
  • অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
  • অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কোন্টি?
  • লক্ষবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
  • একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ ২০ সে.মি. হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
  • সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
  • কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
  • রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ড্রেসিং টেবিলে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
  • ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • Download our App Bissoy