এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়-
  • থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপরের অংশ স্থির থাকতে চায় কেন?
  • চলন্তবাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
  • যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে তাই হচ্ছে-
  • বলের একক কী?
  • একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে-
  • কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্ত কী?
  • কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে-
  • গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ নিরাপত্তার জন্য সিটবেল্ট বাঁধার কারণ হচ্ছে-
  • অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
  • ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে
  • একটি গতিশীল বস্তু একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দিলে যে ঘটনা ঘটে তাকে বলা হয়-
  • কোন বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে?
  • দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়?
  • অস্পর্শ বলের উদাহরণ কোনটি?
  • একটি ৫০ kg ভরের স্থির বস্তুর ভরবেগ কত?
  • একটি গতিশীল ট্রাককে ব্রেক কষে থামানো হলো। ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটে?
  • দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে। এটি কিসের সূত্র?
  • কোন গাড়ির গতিশক্তি নয় গুণ হলে এর বেগ হবে-
  • ঘর্ষণ সর্বদা গতিকে-
  • Download our App Bissoy