এসএসসি অর্থনীতি ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে লিপ্ত?
  • ২০১৩-১৪ অর্থবছরে ম্যানুফাকচারিং শিল্পখাতের অবদান কত ভাগ?
  • ২০১৩-১৪ অর্থবছরে দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান কত ভাগ?
  • বাংলাদেশে মাথাপিছু GDP কত মার্কিন ডলার?
  • এদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত বছর?
  • মোট শ্রমশক্তির কত ভাগ শিল্পখাতে নিয়োজিত?
  • বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
  • বাংলাদেশে সাক্ষরতার হার কত?
  • ২০১৩-১৪ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ কত লক্ষ মেট্রিক টন?
  • এদেশে সুপেয় পানি গ্রহণকারী মানুষ কত ভাগ?
  • এদেশের জনসংখ্যা কত?
  • প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির কত ভাগ পূরণ করে?
  • বাংলাদেশে কতটি কয়লাক্ষেত্র আছে?
  • বেসরকারিকরণ বোর্ড কত সালে গঠিত হয়?
  • বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
  • এদেশের ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল?
  • দেশের শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
  • একটি দেশের ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল থাকা উচিত?
  • বাংলাদেশের কত ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল?
  • এদেশের শ্রমশক্তির কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
  • বৃহৎ শিল্প কোনটি?
  • কোনটি মাঝারি শিল্প?
  • ক্ষুদ্রায়তন শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
  • কোনটি কুটির শিল্প?
  • হোসিয়ারি কোন ধরনের শিল্প?
  • সার্বিক শিল্পখাত কতটি খাত নিয়ে গঠিত?
  • ২০১২-১৩ অর্থবছরে GDP-তে শিল্পখাতের অবদান কত ভাগ ছিল?
  • ২০১৩-১৪ অর্থ বছরে GDP-তে শিল্পখাতের অবদান ছিল কত ভাগ?
  • সার্বিক শিল্পখাতের মধ্যে কোনটির অবদান সর্বোচ্চ?
  • বাংলাদেশে EPZ এর সংখ্যা কত?
  • EPZ এ কতটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে?
  • দেশের শিল্পায়নকে বেগবান করতে সরকার কী ঘোষণা করেছে?
  • উনড়বয়ন রূপকল্প ২০২১ অনুযায়ী GDP-তে শিল্পখাতের অবদান হবে কত ভাগ?
  • মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস পূরণ করে?
  • উৎপাদিত গ্যাসের সাবর্ক্ষ ণিক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  • কোনটি তৈরিতে চীনামাটি ব্যবহৃত হয়?
  • কাচ ও রাসায়নিক দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
  • বারুদ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
  • দিয়াশলাই কারখানার তেল পরিশোধনে কোনটি
  • সার্বিক শিল্পখাতের দ্রুত বিকাশ দ্বারা কোনটি সম্ভব?
  • Download our App Bissoy