এসএসসি অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মোট জাতীয় আয় প্রকাশ করা হয় কোনটির দ্বারা?
  • মোট দেশজ উৎপাদনের সাথে কী যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়?
  • কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানায় মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার বাজার মূল্যকে কী বলে?
  • কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে কী বলে?
  • কোনো নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ দিলে কী থাকে?
  • উৎপাদন ব্যবস্থায় মূলধন ব্যবহারের জন্য মূলধনের ক্ষয়ক্ষতি হয় তা রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণ করার জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে কী বলে?
  • মোট দেশজ উৎপাদনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • মোট জাতীয় উৎপাদনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • নিট জাতীয় উৎপাদনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • নিট জাতীয় আয়কে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয়কে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • জাতীয় আয় কয়ভাবে পরিমাপ করা যায়?
  • চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে কোন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়?
  • কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয় বলে তুমি মনে কর?
  • বাংলাদেশের অর্থনীতির খাতকে কতটি ভাগে বিভক্ত করা যায়?
  • উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়?
  • উৎপাদনকার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি দ্বারা কোন পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণ করা হয়?
  • মূলধন হতে প্রাপ্ত আয় কী?
  • সংগঠন হতে প্রাপ্ত আয় কী?
  • সমাজের মোট ব্যয় কী?
  • ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কী?
  • নিট রপ্তানি কী?
  • অর্থনীতিতে ভোগ কী দ্বারা প্রকাশ করা হয়?
  • অর্থনীতিতে বিনিয়োগ কী দ্বারা প্রকাশ করা হয়?
  • অর্থনীতিতে সরকারি ব্যয় কী দ্বারা প্রকাশ করা হয়?
  • অর্থনীতিতে আমদানি কী দ্বারা প্রকাশ করা হয়?
  • অর্থনীতিতে রপ্তানি কী দ্বারা প্রকাশ করা হয়?
  • জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
  • মাথাপিছু আয় পেতে হলে দেশের মোট জাতীয় উৎপাদনকে কী দ্বারা ভাগ করতে হবে বলে তুমি মনে কর?
  • একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক কী?
  • মাথাপিছু আয় বেশি হলে একটি দেশ কেমন হবে?
  • প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ততা ও সহজে ব্যবহার করা গেলে GDP-এর পরিমাণ কী হবে?
  • কোনো দেশে কর্মক্ষম শ্রমিক বেশি থাকলে GDP-তে কোন ধরনের প্রভাব পড়বে বলে তুমি মনে কর?
  • শ্রমিকের প্রশিক্ষণ উৎপাদনে কোন ধরনের প্রভাব বিস্তার করে?
  • উন্নত দেশসমূহের GDP বৃদ্ধির মূলে কী কাজ করে?
  • অনুন্নত দেশ কিসের অভাবে GDP বাড়াতে পারে না?
  • কোনটির ফলে GDP বৃদ্ধি পেতে পারে?
  • জাতীয় আয় গণনার লাভক্ষতির প্রভাব কীরূপ?
  • জাতীয় আয় গণনার ক্ষেত্রে কোন ধরনের দ্রব্য ও সেবা বিবেচনা করা হয়?
  • মাধ্যমিক দ্রব্য বিবেচনা করলে কী সমস্যা হতে পারে?
  • Download our App Bissoy