এসএসসি অর্থনীতি ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • সাধারণত দ্রব্য ক্রয়-বিক্রয়ের স্থান কোনটি?
  • যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে দ্রব্য কেনাবেচা হয় তাকে কী বলে?
  • অর্থনীতিতে বাজার বলতে কোনটিকে বোঝায়?
  • বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত হয় কীভাবে?
  • “অর্থনীতিবিদগণ বাজার শব্দটি দ্বারা কোনো বিশেষ স্থানকে বোঝায় নি; বরং কোনো সামগ্রী বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজ ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়।” উক্তিটি কার?
  • “বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে প্রত্যক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে কেনা বেচা হয়।” উক্তিটি কার?
  • চাহিদা ও যোগান শক্তি কী নির্ধারণ করে?
  • যে বাজারে চাহিদার পরিবর্তন হলেও যোগান খানিকটা সারা দিতে সক্ষম হয় তাকে কী বাজার বলে?
  • যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে তাকে কী বাজার বলে?
  • যে বাজারে চাহিদার যেকোনো পরিবর্তনের সাথে যোগানের যেকোনো পরিবর্তন করা সম্ভব হয় তাকে কী বাজার বলে?
  • প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার?
  • অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে মূল্য নির্ধারিত হয়?
  • কোন বাজারে বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না?
  • ‘পণ্যের গুণাগুণ এবং দাম সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা পুরোপুরি জানে’ বৈশিষ্ট্যটি কোন বাজারের?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের মান কীরূপ?
  • কোন বাজারে বিক্রেতাদের বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের অবাধ বিচরণ কীরূপ?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ কী থাকে?
  • উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য পণ্যের একক প্রতি সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কী বলে?
  • মোট আয় ও মোট ব্যয় সমান হলে তাকে কী বলে?
  • দ্রব্য উৎপাদন ও আমদানি, রপ্তানির ক্ষেত্রে যখন সরকার আনুপাতিক হার নির্ধারণ করে দেয় তখন তাকে কী বলে?
  • স্বল্পকালীন সময়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR ও P কেমন হয়?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা ও ক্রেতা বাজারের কী?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কী প্রতিষ্ঠিত হয়?
  • Mono অর্থ কী?
  • মনোপলি কথাটির অর্থ কী?
  • একচেটিয়া কারবারির লক্ষ্য কী?
  • কোন বাজারে ফার্মই শিল্প হিসেবে পরিচিত?
  • একচেটিয়া বাজারে অজ ও গজ রেখা কী হয়?
  • একচেটিয়া ফার্ম কম উৎপাদন করেও কী করে?
  • সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন দ্রব্য নিচে প্রতিযোগিতা ও একচেটিয়া উৎপাদন সমন্বয়ে যে বাজার ব্যবস্থা গড়ে ওঠে তাকে কী বলে?
  • গায়ে মাখা সাবান কোন বাজারের উদাহরণ?
  • কোন বাজারে দ্রব্য একটি থেকে অপরটি সামান্য পৃথক করা যায়?
  • একচেটিয়া বাজারের ফার্মের লক্ষ্য কী?
  • একচেটিয়া বাজারে কোনটি করা যায় না?
  • বাংলাদেশে কোন ধরনের বাজার খুঁজে পাওয়া যায় না?
  • কোনটি স্বল্প সময়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার?
  • কোনটি বাংলাদেশে একচেটিয়া বাজারের উদাহরণ?
  • বাংলাদেশে সবচেয়ে বেশি লক্ষ করা যায় কোন ধরনের বাজার?
  • Download our App Bissoy