এসএসসি অর্থনীতি ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে কী বলে?
  • উপকরণ সংগ্রহ থেকে শুরু করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজের তদারকি কে?
  • কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ তৈরি হয় তা হলো
  • পৌষ-মাঘ মাসে উৎপাদিত ধান ভাদ্র-আর্শ্বিন মাসে বিক্রি করলে যে ধরনের উপযোগ তৈরি হয় তাকে কী বলে?
  • মানুষ তার সেবা দ্বারা কোন উপযোগ সৃষ্টি করে?
  • শিক্ষকের শিক্ষাদান কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
  • অব্যবহৃত জমি কিনে যদি একজন কৃষক চাষাবাদ করে তবে তা কীরূপ উৎপাদন হবে?
  • উৎপাদন বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কয় ভাগে দেখানো যায়?
  • দ্রব্যের রূপ পরিবর্তন করে নতুন দ্রব্য উৎপাদন করাকে কী বলে?
  • কাঠ থেকে আসবাবপত্র বানানো কী ধরনের উৎপাদন?
  • আলু কী ধরনের পণ্য?
  • বিস্কিট কী ধরনের পণ্য?
  • কোনো কিছু উৎপাদন করতে যেসব দ্রব্য বা সেবা প্রয়োজন তাকে কী বলে?
  • উৎপাদনে সহায়তা করে এমন সব প্রাকৃতিকসম্পদকে কী বলে?
  • উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কী বলে?
  • উকিলের পরামর্শ উৎপাদনের কী রকম উপকরণ?
  • যন্ত্রপাতি কোন ধরনের উৎপাদনের উপকরণ?
  • সংগঠনকে অন্য একটি পরিভাষায় কী?
  • ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে কী বলে?
  • সমন্বয় গঠন ও কাজ পরিচালনাকে আর কী বলা হয়?
  • ব্যবস্থাপনার কাজটি যে ব্যক্তি পরিচালনা করেন তাকে কী বলে?
  • বাংলাদেশে উৎপাদনের কোন উপকরণটির গুরুত্ব বেশি?
  • উন্নত দেশসমূহে উৎপাদনের কোন উপকরণটির গুরুত্ব বেশি?
  • ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে কী বলে?
  • সংগঠনের ক্ষেত্রে কে যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন?
  • ব্যবসায়ের ভিত্তি কোনটি?
  • সংগঠনের প্রথম ধাপে কী ঠিক করতে হয়?
  • প্রতিটি কর্মীকে কিসের অধিকার দিতে হয়?
  • বিভিন্ন উপকরণ নিয়োগের প্রভাবে যে উৎপাদন পাওয়া যায় তা কী?
  • মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
  • অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তা কী?
  • কোনো একটি প্রতিষ্ঠানে ৬০ মণ আগে উৎপাদিত হলেও নতুন একজন শ্রমিক নিয়োগের ফলে ৬৩ মণ উৎপাদিত হয়। তাহলে প্রান্তিক উৎপাদন কত?
  • প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে কী হয়?
  • প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোনদিকে থাকে?
  • উপকরণ নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কীরূপ?
  • প্রান্তিক উৎপাদন যখন কমতে থাকে তখন গড় উৎপাদন কী হয়?
  • গড় উৎপাদন সবচেয়ে বেশি হয়, প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার-
  • উৎপাদন প্রক্রিয়ায় উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে কীরূপ বাড়ে?
  • উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ার নিয়মকে কি বলে?
  • কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বেশি কার্যকর?
  • Download our App Bissoy