এসএসসি অর্থনীতি ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • যে ব্যক্তি ভোগ করে সে কী?
  • অর্থনীতিতে কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব মেটানোর ক্ষমতা থাকলে তা কী?
  • অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কী বলে?
  • কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে কী বলে?
  • তুমি চারটি আম খেলে চতুর্ আমটির জন্য যদি ৫ টাকা দিতে রাজি থাক তাহলে ঐ ৫ টাকা কী হবে?
  • তুমি পর পর ৫টি আম কিনলে ৫ম আমটি কী হবে?
  • অতিরিক্ত এক একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে?
  • কোনো নির্দিষ্ট সময়ে বিভিনড়ব একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কী বলে?
  • ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কী হয়?
  • ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে কী বলে?
  • ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যায় বলে প্রান্তিক উপযোগ রেখা কী হয়?
  • শখ বা নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কীরূপ?
  • অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
  • ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য কেনার আকাঙ্খা, সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে কী বলে?
  • একজন ভিক্ষুকে গাড়ি কেনার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না কেন?
  • “অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময় পণ্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে।” এ বিধিটিকে কী বলে?
  • অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি বাজারে ফ্রিজের দাম কমে তাহলে কী হয়?
  • দামের সাথে চাহিদার সম্পর্ক কীরূপ?
  • চাহিদা বিধিটি যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে কী বলে?
  • কী থেকে একজন ব্যক্তির ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়?
  • বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?
  • যোগানের ইংরেজি প্রতি শব্দ কী?
  • একজন বিক্রেতা কখন দ্রব্যটি বিক্রয় করতে আগ্রহী হবে?
  • দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে কী বাড়ে?
  • অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম কমলে কী হয়?
  • দাম ও যোগানের মধ্যকার সম্পর্ককে কোন সূচিতে দেখানো হয়?
  • দাম ও যোগানের সম্পর্ককে রেখাচিত্রের সাহায্যে দেখানো হলে তাকে কী রেখা বলে?
  • একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রতা যে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কী বলে?
  • কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিনড়ব দামে সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কী বলে?
  • সব বিক্রেতার ব্যক্তিগত যোগান সূচি যোগ করে কী তৈরি হয়?
  • ১ম বিক্রেতার যোগান ১০০ একক ও ২য় বিক্রেতার যোগান ৭৫ একক হলে বাজারের যোগান কত?
  • সাধারণত ক্রেতার চেষ্টা কী থাকে?
  • সাধারণত বিক্রেতার চেষ্টা কী থাকে?
  • ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির ফলে বিক্রিত দ্রব্যটির কী হয়?
  • যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে কী বলে?
  • ভারসাম্য দামে যে পরিমাণ কেনাবেচা হয় তা কী?
  • যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হলে কী হবে?
  • Download our App Bissoy