এসএসসি অর্থনীতি ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • দ্রব্যের মানুষের অভাব বা প্রয়োজন মেটানোর ক্ষমতাকে কী বলে?
  • সংক্ষেপে দ্রব্যকে কী বলা যায়?
  • একটি জিনিসকে সম্পদ হতে হলে কয়টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
  • বাতাস কেন সম্পদ নয়?
  • উপযোগ নেই এমন দ্রব্য মানুষ কী করে?
  • যে দ্রব্যের মালিকানা পরিবর্তন করা যায় তাকে কী বলে?
  • একজন লেখকের প্রতিভাকে কেন অর্থনীতিতে সম্পদ বলা যাবে না?
  • প্রকৃতির কাছ থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে কী বলে?
  • মানুষের শারীরিক যোগ্যতা কোনটি?
  • প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে কী বলে?
  • সরকার ও জনগণের মালিকানাধীন সম্পদকে কী বলে?
  • ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদের সমষ্টিকে কী বলে?
  • যেসব সম্পদের মালিক নির্দিষ্ট কোনো দেশ নয় তা কী?
  • মহাসাগর কী ধরনের সম্পদ বলে বিবেচিত হবে?
  • বাংলাদেশ মূলত কীরূপ দেশ?
  • বাংলাদেশে চাষযোগ্য কৃষি জমির পরিমাণ কতটুকু?
  • দেশের কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাগে কৃষির ওপর নির্ভরশীল?
  • চট্টগ্রাম বিভাগের কোথায় চুনাপাথরের মজুদ রয়েছে?
  • সেনিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
  • দিনাজপুরের বড়পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত?
  • দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানীপুকুরে কিসের মজুদ রয়েছে?
  • রেলপথ নির্মাণে কোনটি ব্যবহৃত হয়?
  • কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে?
  • কোথায় সম্প্রতি খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে?
  • মুদ্রা তৈরিতে কী ব্যবহৃত হয়?
  • পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
  • বাংলাদেশের বনভূমির পরিমাণ ভূখণ্ডের কত ভাগ?
  • আমেরিকায় শতকরা বনভূমির পরিমাণ কত ভাগ?
  • জাপানে বনভূমির পরিমাণ কত ভাগ?
  • ভারতে কত ভাগ বনাঞ্চল রয়েছে?
  • বাংলাদেশের সমগ্র বনভূমিকে কত ভাগে ভাগ করা যায়?
  • পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান কোথায়?
  • পাবর্ত্য চট্টগ্রামের বনভূমির আয়তন কত?
  • মধুপুর ও ভাওয়ালের বনভূমির আয়তন কত?
  • শাল কোন বনের প্রধান বক্ষৃ?
  • শিমুল, বনজাম, বাঁশ, বেত কোন বনাঞ্চলে বেশি জন্মে?
  • দিনাজপুর ও রংপুরের বনভূমির আয়তন কত?
  • কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে?
  • বাংলাদেশের শক্তির যোগান বহুলাংশে কিসের থেকে আসে?
  • দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
  • Download our App Bissoy