এসএসসি অর্থনীতি ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোন সময়ে হিব্রু সভ্যতার উদ্ভব হয়?
  • সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন কেমন ছিল?
  • আদিম সমাজে উৎপাদনের মূল উপকরণ কী ছিল?
  • কোন সভ্যতার যুগে ধর্মগ্রন্থ বা দর্শনের বইয়ে অর্থনীতির বিষয়ে অগোছালো কিছু আলোচনা হয়?
  • বর্তমান ইউরোপীয় সভ্যতার মূলভিত্তি কোনটি?
  • ব্যক্তিমালিকানার ধারণাটি প্রথম ধারণ করে কে?
  • গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়?
  • গ্রিক সভ্যতা কীরূপ সভ্যতা ?
  • ‘Oikonomia’ শব্দটির অর্থ কী?
  • রোমানরা কী হিসেবে অধিক পরিচিত?
  • রোমান সমাজের কোন পেশাকে অত্যন্ত মহৎ ও সম্মানজনক মনে করা হতো?
  • রোমান দার্শনিকরা টাকা সুদে খাটানোকে কিসের সমান অপরাধ মনে করত?
  • প্রাচীন ভারতে কোন সময়ে কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচিত হয়?
  • ‘বাণিজ্যবাদ’ প্রসারের সময়কাল কোনটি?
  • ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ফরাসিরা কোন মতবাদ প্রচার করেন?
  • ভূমিবাদ প্রচারের সময়কাল কোনটি?
  • ভূমিবাদীদের মত কোনটি?
  • ভূমিবাদীরা কোন খাতকে অনুৎপাদনশীল খাত মনে করত?
  • অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের নাগরিক?
  • অ্যাডাম স্মিথ-এর বইটি কত সালে প্রকাশিত হয়?
  • ‘An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’ বইটির রচয়িতা কে?
  • মানুষের জীবনে কোনটির শেষ নেই?
  • কোনটি না থাকলে অর্থনীতির প্রয়োজন ছিল না?
  • “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশেষণ করে।” উক্তিটি কার?
  • মানুষ সাধারণত কোন জিনিসটির অভাব অনুধাবন করতে পারে না?
  • মানুষ কীভাবে তার প্রয়োজনীয় অভাব পূরণ করে?
  • অ্যাডাম স্মিথ এবং রিকার্ডো অর্থনীতিকে কী হিসেবে বিবেচনা করেছেন?
  • কোন ধারার অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করতেন?
  • “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে।” উক্তিটি কার?
  • কোন অর্থনীতিবিদ সম্পদের চেয়ে মানবকল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
  • “অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে।” উক্তিটি কার?
  • মার্শাল-এর মতে অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
  • বর্তমানে অর্থনীতির মূল সমস্যা কোনটি?
  • “অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলি আলোচনা করে।” উক্তিটি কার?
  • মানুষের অভাবের প্রকৃতি ও পরিমাণ কেমন?
  • কেন আমাদের একই সম্পদ দ্বারা বিভিন্ন রকম অভাব পূরণের চেষ্টা করতে হয়?
  • অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?
  • পছন্দমত কোনো জিনিস পেতে গেলে আমাদের কী করতে হয়?
  • কোনো একটি কাজ করলে অন্য একটি কাজ ছেড়ে দেওয়ার ধারণাকে কী বলে?
  • সাধারণত মানুষ কোন পর্যায়ে চিন্তা করে?
  • Download our App Bissoy