এসএসসি কৃষিশিক্ষা ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • দেশি মুরগি বছরে কয়টি ডিম পাড়ে?
  • কোন মুরগির মাংসের উৎপাদন বেশি হয়?
  • ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে কয়টি বাচ্চা দেয়?
  • দেশি গাভী দৈনিক কত লিটার দুধ দেয়?
  • মিনিপুকুরে কোন মাছটি ভালো হয়?
  • কোনটি সর্বভুক মাছ?
  • জলাশয়ের সকল স্তরে বিচরণ করে কোনটি?
  • কমন কার্প মাছটির প্রাচীন বাস কোথায়?
  • পানির উপরের স্তরে বাস করে কোনটি?
  • সরপুঁটি মাছের প্রিয় খাবার কোনটি?
  • বিগহেড কার্প কোন দেশ থেকে আনা হয়েছে?
  • লেজ ও পাখনা পচা রোগ কোন ঋতুতে হয়?
  • কোন ঋতুর পর লাল ফুটকী রোগ দেখা যায়?
  • পারিবারিক দুগ্ধ খামার স্থাপনে কোনটি সবার আগে প্রয়োজন?
  • কত দিনের মধ্যে গাভী গরম না হলে ডাক্তারি পরীক্ষা করতে হবে?
  • সনাতন পদ্ধতিতে দুধ কত মিনিট ফোটাতে হয়?
  • কোন প্রক্রিয়ায় কিছুসংখ্যক ভিটামিন ও অ্যামাইনো এসিড নষ্ট হয়ে যায়?
  • আধুনিক পদ্ধতিতে কত ডিগ্রি সে. তাপমাত্রায় দুধ সংরক্ষণ করা হয়?
  • অতি উচ্চ তাপে কত সময়ের জন্য উত্তপ্ত করে পাস্তুরিকরণ করা হয়?
  • অতি উচ্চ তাপে পাস্তুরিকরণে দুধ কয় মাস ভালো থাকে?
  • ব্রয়লার মুরগি পালনে ব্যয়ের খাত কয়টি?
  • খামারের বাচ্চা ক্রয় ও দৈনন্দিন খরচকে কী বলে?
  • ব্রয়লার মুরগি বাজারজাতের পূর্বে কয় মাস খামারে থাকে?
  • মুরগির ঘরের ওপর কত (%) অপচয় খরচ হয়?
  • যন্ত্রপাতির ওপর অপচয় খরচ হলো-
  • মোট স্থায়ী ও মোট চলমান খরচের ওপর অপচয় খরচ কত?
  • Download our App Bissoy