এসএসসি কৃষিশিক্ষা ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • বাংলাদেশে কোন ধরনের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
  • বাংলাদেশের মোট বনভূমির অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে কোন বন?
  • বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি?
  • বাংলাদেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কোন বন অবস্থিত?
  • বাংলাদেশের কোন ধরনের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
  • প্রত্যহ সামুদ্রিক জোয়ারের পানিতে প্লাবিত হয় কোন বন?
  • খুলনা, সাতক্ষীরা জেলায় অবস্থিত বনের প্রধান বৃক্ষ কোনটি?
  • কোন বনে মজুদ কাঠের পরিমাণ সবচেয়ে বেশি?
  • সমন্বিত ভূমি ব্যবস্থাপনা রক্ষিত হয় কোন বনায়নে?
  • উপমহাদেশে সর্বপ্রম কত সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়?
  • বাংলাদেশে সর্বপ্রথম কত সালে বন আইন সংশোধন করা হয়?
  • সরাসরি গাছ থেকে বীজ সংগ্রহ করা হয় কোনটির?
  • নিবিড়ভাবে চারার যত্ন নিতে হয় কোন পদ্ধতিতে?
  • শুকনো পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয় কোনটির?
  • পলিব্যাগের আকার কত হলে প্রতি বর্গমিটারে ৪৫টি চারা রোপণ করা যাবে?
  • গুদামজাত করলে অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায় কোনটির?
  • স্বল্প আবর্তনকালীন বৃক্ষের আবর্তন সময় কত বছর?
  • স্বল্প আবর্তনকালীন বৃক্ষ কোনটি?
  • দীর্ঘ আবর্তনকালীন উদ্ভিদের আবর্তন সময় কোনটি?
  • গোলকাঠের ভলিউম নির্ণয়ের একক কোনটি?
  • কোন সূত্রের সাহায্যে গোল কাঠ থেকে ব্যবহার উপযোগী কাঠ পাওয়া যায়?
  • কিলন ড্রাইং এর জন্য কত সময় লাগে?
  • সিসিএ সংরক্ষণীতে ক্রমিক অক্সাইডের পরিমাণ কোনটি?
  • সিসিএ সংরক্ষণীতে কপার অক্সাইড কতটুকু থাকে?
  • গাছ কাটতে হবে কি-না তা কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
  • উপকূলীয় অঞ্চলের অধিক লোনা মাটিতে জন্মে কী গাছ?
  • কোন মাসে ঝাউ গাছে ফুল আসে?
  • দেবদারু গাছে কখন ফুল আসে?
  • দেবদারুর বীজের অঙ্কুরোদগম হার শতকরা কত ভাগ?
  • Download our App Bissoy